ঢাকা: বায়ুদূষণ রোধে এয়ার পিউরিফায়ারের বিদ্যমান শুল্ক হ্রাস করে এর ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে ‘ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয়’ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগ জানানো হয়।
এতে বলা হয়, ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলো কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষকে বাস্তবায়ন করতে হবে।
ইটভাটাকেন্দ্রিক বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে।
সেইসঙ্গে, জাতীয় রাজস্ব বোর্ড থেকে এয়ার পিউরিফায়ারের বিদ্যমান শুল্ক হ্রাস করে এর ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এমআইএইচ/এমজেএফ