মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া নামকস্থানে ঢাকামুখী লেনে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক নুরুল আলম (২৬) এবং সহযোগী ঝিনাইদহ জেলার তেঁতুলবাড়িয়া এলাকার রফিকুল মালিথার ছেলে আব্দুর কাদের মিয়া।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকামুখী লেনে একটি বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের চালকসহ ২ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন,আমাদের রাত্রিকালীন ডিউটি টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এএটি