ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা খাদ্য উপদেষ্টা ও পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাক্ষাৎ

ঢাকা: পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ের নিদ দপ্তরে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সঙ্গে সাক্ষাৎকালে এ আলোচনা হয়েছে বলে জানান তিনি।

 

উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সহ পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে খাদ্য শস্য আমদানির বিষয়ে আলোচনা হয়।  

সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি কর্মকর্তা জাইন আজিজ, খাদ্যসচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।