ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা

গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।  

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে মহাসড়ক অবরোধ করেন তারা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত দুদিন ধরে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সোমবার বিকেলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকরা গত নভেম্বর মাসের বেতনের দাবিতে দুদিন ধরে বিক্ষোভ করছেন। এক পর্যায়ে সোমবার বিকেলে কেয়া নেট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।