ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের দুর্ঘটনাকবলিত গাড়ি

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রলি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রিপনের বাড়ি বদলগাছীর পালশা গ্রামে। কিশোর রিপন ট্রলির হেলপার ছিল। আহতদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, দুপুর ১টার দিকে বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়ায় ট্রলির সঙ্গে একটি ছোট পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার রিপন নিহত হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।