ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অনুপ্রবেশের দায়ে ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
অনুপ্রবেশের দায়ে ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক আটক নাইজেরিয়ান নাগরিকসহ বিজিবির সদস্যরা।

ফেনী: ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তির নাম গিলবার্ট অ্যাপেহ। তার বাবার নাম এমেকা। তার পাসপোর্ট নম্বর 
এ১০৮৮০৭৩৮।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির পাসপোর্টের তথ্যমতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানযোগে ভারতের নয়া দিল্লি এয়ারপোর্টে আসেন। সেখানে দীর্ঘদিন অবস্থান করে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।  

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক নাইজেরিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।