গাজীপুর: টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারী নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছিল।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটনের ডবলমুরিং থানা এলাকা থেকে জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটনের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় টঙ্গী পশ্চিম থানার একটি মামলা হয়। ওই মামলায় চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে টঙ্গী থানা পুলিশ তাকে এখান থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যায়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ৩ জন নিহত ও অর্ধশত আহত হয়। এ ঘটনায় পরদিন (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়। ওই মামলায় জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ওই মামলায় সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
আরএস/এসএএইচ