সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পরিত্যক্ত শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামে চুরি করতে এসে প্রায় ১৫ ফুট উঁচু থেকে পড়ে বাবু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পুড়িয়ে দেওয়ার পর থেকে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে স্থানীয়রা অডিটোরিয়ামের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শুক্রবার ভোরে পুড়ে যাওয়া অডিটোরিয়ামের ভেতরে প্রায় ১৫ ফুট উঁচুতে থাকা সাউন্ডবক্সটি চুরি করতে লোহার টুল বয়ে ওঠার চেষ্টা করছিলেন তিনি। এ সময় টুল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসআরএস