ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ডাকাত দলের প্রধান সমন্বয়কসহ গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
টাঙ্গাইলে ডাকাত দলের প্রধান সমন্বয়কসহ গ্রেপ্তার ৪ ডাকাত দলের গ্রেপ্তার ৪ সদস্য

টাঙ্গাইল: আন্তজেলা ডাকাত দলের প্রধান সমন্বয়ক আল আমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানাপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে বাংলাদেশের ডাকাত দলের প্রধান সমন্বয়ক আল আমিন (২৭), কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের নুরু ইসলামের ছেলে রায়হান আহমেদ লিজন (২৮), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন (২৫) ও মজিবুল হকের ছেলে হাসান (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় দুইটি ডাকাতি মামলা মামলায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ গত ২২ ডিসেম্বর শহরের আশেকপুর থেকে আলামিনকে এবং কালিহাতী থেকে লিজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার থেকে আশরাফ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৭টি ডাকাতি মামলা রয়েছে। ডাকাত দলের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।