ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তারাকান্দা-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২) ও পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকায় বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে অটোরিকশায় করে নেত্রকোনা যাচ্ছিলেন আব্দুর রশিদ ও তার স্বজনরা। পথে গাছতলা এলাকায় বিপরিত দিক থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। মধ্যে ঘটনাস্থলেই লাবনী ও বিদ্যা মিয়া মারা যান আর আহত হন আব্দুর রশিদ ও তার স্ত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মারা যান।
পুলিশ আরও জানায়, নিহত লাবনী ও বিদ্যা মিয়ার মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসআই