ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

বরিশাল: বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত চরে চোরাই গরু-ছাগল-মহিষ উদ্ধার এবং চোর গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য।

সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চুনার চরে এ ঘটনা ঘটে বলে জানান হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ।

আহত পুলিশ সদস্যরা হলেন- কাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম ও কনস্টেবল মো. শাহীন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মেঘনা নদী-বেষ্টিত চুনার চর হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার সীমান্ত এলাকা। গ্রামটি দুর্গম এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল ও মহিষ চুরি করে এখানে মজুত করা হয়। গত ৫ আগস্টের পর থেকে ৬০০ থেকে ৭০০ গরু-মহিষ ও ছাগল চুরি হয়। সিংহভাগ ওই গ্রামে রাখা হয়েছে। গরু-ছাগল ও মহিষ চুরির হোতা রুবেল ডাকাত। গরু-ছাগল ও মহিষ চুরির বিভিন্ন মামলার আসামি তিনি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রুবেল ডাকাতের বাসায় চোরাই গরু-ছাগল ও মহিষ রয়েছে। এগুলো উদ্ধার এবং রুবেলকে গ্রেপ্তারে রাত সাড়ে ১২টার দিকে থানার ১১ জন পুলিশ সদস্য অভিযানে যান। এ সময় চুরিতে জড়িত লোকেদের সঙ্গে গ্রামবাসী সশস্ত্র অবস্থায় পুলিশের আভিযানিক দলের ওপর হামলা করে।  

তখন পুলিশের দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। খবর পেয়ে হিজলা থানার অতিরিক্ত পুলিশ সদস্যসহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজির হাট থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালান। রাত আড়াইটার দিকে আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে জানান ওসি।

পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।  
 
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।