ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাওরান বাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- শেরপুরের ঝিনাইগাতী থানার কাংশা এলাকার গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। শফিকুল ইসলাম ঠিকাদার ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শ্রীপুর উপজেলার কাওরান বাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক হয়ে একটি ট্রাক কালিয়াকৈর যাচ্ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলযোগে শফিকুল ও অপরজন ওই ট্রাকটি অতিক্রম করছিল। এ সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে শফিকুলসহ দুইজন সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হন শফিকুল।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।