ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরাচ্ছে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরাচ্ছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে বলা হয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাসে আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদরদপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরেক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনর রশীদকে করাচিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।