ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সীমান্ত থেকে আটক বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
পঞ্চগড়ে সীমান্ত থেকে আটক বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত থেকে আবু রায়হান ইসলাম ওয়াসিম (১৭) নামে এক কিশোরকে ধরে নিয়ে যাওয়ার একদিন পর তাকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা দিয়ে তাকে ফেরত দেওয়া হয়।

এসময় বিজিবি-বিএসএফের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুপুরের পর রায়হানকে টোকাপাড়া সীমান্ত ফাঁড়িতে নিয়ে যান। পরে তার ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, রায়হান অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে। সে দিনাজপুরের একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বাড়ি হওয়ায় এবং আবাদের জমি থাকায় অন্যদের মতো বুধবার বিকেলে জমিতে যায় রায়হান। এসময় ভারত-বাংলাদেশ সীমান্তের ভারতীয় চা বাগানের গাছ কাটছিলেন ভারতীয়রা। ভুল করে রায়হান সীমান্ত রেখা পার হয়ে তাদের কাছে গিয়ে দাঁড়ায়। বিএসএফ দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ রায়হানকে মারধর করে ধরে নিয়ে যায়। অন্যদিকে ভারতে নিয়ে রাতভর নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বাংলানিউজকে বলেন, সে ভুল করে অন্য দেশে প্রবেশ করায় তাকে ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু মারধর করা ঠিক হয়নি। একই সঙ্গে একটি বিষয় খেয়াল করেছি, এমন ঘটনায় অন্য সীমান্তে বাংলাদেশিদের গুলি ও নির্যাতন করে হত্যা করার ঘটনা ঘটে। কিন্তু এবার এখানে তা ঘটেনি। আমরা চাই, কেউ ভুল করে বা ইচ্ছা করে যেন অবৈধভাবে ভারতে না যায়।  

এ বিষয়ে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, বিজিবি রায়হানকে থানায় নিয়ে এসেছে। বিজিবির পক্ষ থেকে অবৈধ প্রবেশ আইনে মামলা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।