ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওবায়দুল কাদেরের দুর্নী‌তির খোঁজে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
ওবায়দুল কাদেরের দুর্নী‌তির খোঁজে দুদক

ঢাকা: আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সা‌বেক সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবৈধ সম্পদের খোঁজে মা‌ঠে নেমেছে দুর্নীতি দমন ক‌মিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৯ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের বিষয়টি মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর পাঠাতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের তিন মাস দেশের ভেতরে লুকিয়ে ছিলেন বলে একটি দৈনিকে খবর প্রকাশিত হয়। তার অবস্থান কোথায় ছিল তা সরকারের জানা ছিল না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, সেই প্রমাণ সরকারের হাতে নেই।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।