ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  

বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এক অভিযানে ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁওয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা বাবার দোয়া অ্যালুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়। এ সময় ৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইনের উচ্ছেদ করা হয়েছে।  

এছাড়াও ২৪০ ফুট এমএস পাইপ, ০৭টি বার্নার, ০১টি কম্প্রেসর মেশিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ০১ সেট আর এম এস জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনরূপ দণ্ড আরোপ করা যায়নি। সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমন্ডিতে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।