ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না ফেরার দেশে সাংবাদিক আবু সাঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
না ফেরার দেশে সাংবাদিক আবু সাঈদ আবু সাঈদ

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

 

আবু সাঈদ বদলগাছীর চাংলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

বিকেল ৩টার দিকে আবু সাঈদ হৃদরোগে আক্রান্ত হলে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু সাঈদ দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ‘দৈনিক আজকালের খবর’ পত্রিকা ও বরেন্দ্র রেডিওর বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এবং বদলগাছী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।