ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
বগুড়ায় ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার খুন

বগুড়া: বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়া খুন হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, দুপুর দেড়টার দিকে সানসাইন আবাসিক হোটেলের গেটে হামলার শিকার হন তিনি।  

নিহত বিপুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্ক হয়। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় প্রথমে বিপুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। পরে রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যান।

স্থানীয়রা জানান, সানসাইন নামে ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপন করেছেন।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভির ফুজেট পাওয়া যায়নি। নিহত বিপুলের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।