ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে শীর্ষ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
মাদারীপুরে শীর্ষ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

মাদারীপুর: মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ।

বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আসামিরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও একই এলাকার নূর মোহাম্মদ কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪)। এর মধ্যে আকাশের নামে মাদারীপুর সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ একাধিক অপরাধে ১৪টি মামলা রয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। অন্তর কবিরাজের নামে মাদারীপুর সদর মডেল থানায় রয়েছে পাঁচটি মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলা শহরে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে আকাশ ও অন্তর জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। তাদের ধরতে একাধিকবার অভিযানও চালিয়েছে পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভোরে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও অন্তরকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, এ দুই সন্ত্রাসী দীর্ঘদিন পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের ধরতেও অভিযান চলছে। তাদের দুজনের নামে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় আকাশের নামে একটি হত্যা মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।