ঢাকা: রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার এলাকার রেললাইনে অবস্থান করে বকেয়া পাঁচ মাসের বেতন পরিশোধের দাবি জানিয়েছেন অস্থায়ী রেলওয়ে শ্রমিকরা (টিএলআর)। তাদের অবস্থান করার কারণে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রেলওয়ের (টিএলআর) অস্থায়ী কিছু কর্মচারী বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও কারওয়ান বাজার এফডিসির পাশের রেললাইনে অবস্থান নেন। এই কারণে বেলা পৌনে ১১ থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।
তবে কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এদিকে বেলা ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশন থেকে একটি সূত্র জানায়, রেললাইনে অবরোধের কারণে বনলতা এক্সপ্রেস নামে একটি ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে এসে থেমে আছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে কমলাপুর উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এজেডএস/এসআইএস