ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুর প্রেসিডেন্টের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুর প্রেসিডেন্টের শ্রদ্ধা

ঢাকা: আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন।


বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ঢাকা সফররত তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা।


সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।


এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে।


প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া প্রেসিডেন্ট রামোস-হোর্তা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।  


নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় বাংলাদেশ।


বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।