ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জুড়ীতে যুবলীগ নেতা আছলাম গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
জুড়ীতে যুবলীগ নেতা আছলাম গ্রেপ্তার যুবলীগ নেতা আছলাম

মৌলভীবাজার: মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আছলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া।

 

তিনি বলেন, গতকাল রাতে জুড়ী থানার ওসি (তদন্ত) মো. জহিরুল হকের নেতৃত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা হিরক সিংহসহ পুলিশের একটি টিম যুবলীগ নেতা আছলাম উদ্দিনের বড়ধামাই গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আজ তাকে জুড়ী থানার পুলিশের মাধ্যমে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়।

একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আছলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বিবিবি/এসএএইচ                           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।