ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জনপ্রশাসন-মন্ত্রিপরিষদ ব্লকেডের হুঁশিয়ারি বঞ্চিত কর্মকর্তাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
জনপ্রশাসন-মন্ত্রিপরিষদ ব্লকেডের হুঁশিয়ারি বঞ্চিত কর্মকর্তাদের

ঢাকা: পদোন্নতিসহ অন্যান্য দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন প্রশাসনের বঞ্চিত কর্মকর্তারা। আগামী ১৮ ডিসেম্বর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে বলে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ সিদ্ধান্ত নিয়েছে।

দাবি বাস্তবায়নে রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজেদের মধ্যে আলোচনা করে কঠোর কর্মসূচি পালনের এ সিদ্ধান্ত নেন। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক এ বি এম আব্দুস সাত্তারসহ বঞ্চিত কর্মকর্তারা এ সময় বক্তব্য দেন।   

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৭ ডিসেম্বর সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ও কেবিনেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। আর বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ওই দিন দাবি নিষ্পত্তির বিষয়ে প্রজ্ঞাপন না হলে ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে। ব্লকেড কর্মসূচি চলাকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫-১৬ বছরে পদোন্নতি-বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা গত কয়েকদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

তাদের দাবিগুলো হলো- ফ্যাসিবাদী সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরসহ সব স্তরের পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতাসহ ভূতাপেক্ষ পদোন্নতির ‘প্রজ্ঞাপন’ অবিলম্বে জারি করতে হবে।

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়োগপ্রাপ্ত সব চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং বর্তমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিতর্কিত কর্মকর্তার নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে।

বর্তমানে কর্মরত সাবেক ফ্যাসিবাদী সরকারের দোসর, ছাত্র-জনতা হত্যায় জড়িত স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার কাজে লিপ্ত কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনতে হবে।

দলবাজ, অদক্ষ ও সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ বা অব্যাহতি প্রদানপূর্বক ৫ আগস্টের পর দীর্ঘদিনের বঞ্চিত কর্মরত যে কর্মকর্তারা পদোন্নতি পেয়েও এখনো পদায়ন পাননি তাদের দ্রুত উপযুক্ত পদে পদায়ন করতে হবে।

মাঠ প্রশাসনে কর্মরত বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার করে নিরপেক্ষ, সৎ, দক্ষ কর্মকর্তাকে পদায়ন করতে হবে। আগের ফিট লিস্ট বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় ফিট লিস্ট করতে হবে।

এ ছাড়া বিগত সরকারের সময় যারা দলীয় বিবেচনায় পদোন্নতি পেয়েছেন, তাদের পদোন্নতি আদেশ বাতিল এবং আর্থিক সুবিধা প্রত্যাহার করতে হবে। বিদেশে ‘বেগম পাড়া’য় বাড়ি ক্রয়সহ অবৈধ সম্পদ অর্জনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।