ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মনোহরদীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
মনোহরদীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে বাসের চাপায় রোহান (১১) নামে বাইক আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার মামাতো ভাই তানিম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।  

এর আগে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে এবং নিহত রোহানের মামাতো ভাই।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের পরে চালাকচর বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে মামাতো ভাই তানিমের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল রোহান। মোটরসাইকেলটি হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকার কাছাকাছি আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় তানিম ও রোহান গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।  

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে, এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে এলেও চালক এবং হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।