ঢাকা: রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান, আইইবির কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার এ টি এম তানবীর-উল হাসান তমাল, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আহসানুল রাসেল, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুল হাসান উজ্জল, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, অ্যাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ কে এম জহিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, ইঞ্জিনিয়ার আজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার বিজু বড়ুয়া, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আবু হোসেন হিটলু, অ্যাব ঢাকা কেন্দ্রের সিনিয়র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহীন হাওলাদার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ আইইবি ও অ্যাবের অন্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
টিএ/আরআইএস