ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নিতে সিএমএইচে উপদেষ্টা সাখাওয়াত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নিতে সিএমএইচে উপদেষ্টা সাখাওয়াত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা সিএমএইচে চিকিৎসারত আহত শিক্ষার্থীসহ অন্যান্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে তার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। তিনি আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় সিএমএইচের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলাম, ট্রমা ম্যানেজমেন্ট সেন্টারের এমওআইসি লেফটেন্যান্ট কর্নেল কাজী সবরান উদ্দিন আহম্মদসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমরা জাতি হিসেবে এ আন্দোলনে নিহত ও আহতদের কাছে কৃতজ্ঞ। অন্তর্বর্তী সরকার সরকারি হাসপাতালগুলোতে আহতদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করছে। বেসরকারি হাসপাতালগুলোতে ডেডিকেটেড কেয়ার ইউনিটে বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ সময় উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।  

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ ও অবদান সব সময় স্মরণে রাখতে হবে। আহত অনেকের দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আহতদের  দেশের বাইরেও চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। চিকিৎসা দেওয়া শেষ হলে তাদের কর্মসংস্থানসহ পুনর্বাসনের বিষয়েও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সরকারের পাশাপাশি সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে আহতদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার জন্য নৌপরিবহন উপদেষ্টা সংশ্লিষ্ট চিকিৎসকদের ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বর্তমানে ৩৩ জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।