ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সাড়ে ৪৭ লাখ টাকার চোরাচালান সামগ্রী-মাদক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ফেনীতে সাড়ে ৪৭ লাখ টাকার চোরাচালান সামগ্রী-মাদক জব্দ

ফেনী: ফেনীর পরশুরাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা সমমূল্যের চোরাচালান সামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে জেলার পরশুরাম উপজেলার মজুমদারহাট বিওপি ও কেতরাংগা বিওপি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ করা হয়। জব্দ মাদক ও চশমার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে। জব্দকৃত মালামাল শুল্ক অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসএইচডি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।