ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ প্রতীকী ছবি

ফরিদপুর: পেঁয়াজ বীজ কেনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী ও সাউতিকান্দা দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার সাউতিকান্দা রেললাইন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

আহতদের মধ্যে গুরুতর চারজন। তারা হলেন- সাকিল হোসেন, হান্নান মিয়া, মনির হোসেন ও লাভলী বেগম।  

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাউতিকান্দা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাতুব্বর ও হিরালদী গ্রামের সামসু মিয়ার মধ্যে পেঁয়াজ বীজ ক্রয় করা নিয়ে কথা কাটাকাটির পরে হাতাহাতি হয়। এ খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে  রেললাইন এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।