ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সড়কের মোড়ে দোকান, দেখা যায় না গাড়ি: ঝুঁকি নিয়ে চলাচল শিক্ষার্থীদের

কাজী আব্দুল কুদ্দুস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
সড়কের মোড়ে দোকান, দেখা যায় না গাড়ি: ঝুঁকি নিয়ে চলাচল শিক্ষার্থীদের

রাজবাড়ী: বিদ্যালয়ের সামনে সড়কের মোড়ের ওপর সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে দোকান। ফলে মোড় ঘোরার সময় সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে দুই বিদ্যালয়ের সাত শতাধিক কোমলমতি শিক্ষার্থীকে। সরকারি জমি থেকে দোকান অপসারণ করে মোড়টিকে ঝুঁকিমুক্ত করার দাবি শিক্ষার্থীসহ স্থানীয়দের।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউশন ও ঢালা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে নতুন পাকা সড়ক। তবে সড়কের মোড়ে জেলা পরিষদের জমির ওপর রয়েছে দুটি দোকান। ফলে মোড় ঘোরার সময় এক প্রান্ত থেকে আসা যানবাহন অন্যপ্রান্ত থেকে দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুটি বিদ্যালয়ের ৭১৮ জন শিক্ষার্থীর যাতায়াতের প্রধান সড়ক এটি। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। দুর্ঘটনা রোধে সরকারি জমির ওপর থেকে দোকান অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন স্থানীয়রা।

রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মহিদুল হাসান বলেন, আমাদের বিদ্যালয়ের সামনের সড়কে মোড়ের ওপর এই দুটি দোকান থাকার কারণে সড়কটি দৃশ্যমান হচ্ছে না। ফলে মোড় ঘোরার সময় এক প্রান্ত থেকে আসা যানবাহন অন্যপ্রান্ত থেকে দেখা না যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

আরেক শিক্ষার্থী বলেন, মোড়ের ওপর দোকান দুটি বর্তমানে বিষফোঁড়ায় পরিণত হয়েছে। দোকান দুটির কারণে যানবাহন দেখা না যাওয়ায় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি সড়কের মোড় থেকে দোকান দুটি অপসারণ করে সড়কটি দৃশ্যমান করা হোক।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রাক, রিকশা, ভ্যান, শ্যালো ইঞ্জিনচালিত নসিমন, মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। একই সঙ্গে স্কুলে যাতায়াতের প্রধান এই সড়ক দিয়ে শিক্ষার্থীরা বাইসাইকেল নিয়ে ও হেঁটে চলাচল করে। মোড়ের ওপর জেলা পরিষদের জমিতে দোকান থাকায় রাস্তার একপাশ থেকে অন্যপাশ দেখা না যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যে কারণে দুর্ঘটনা রোধে সরকারি জমির ওপর থেকে দোকান অপসারণের দাবি জানিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। আমাদের দাবি মোড়ের ওপর থেকে দ্রুত দোকান দুটি অপসারণ করা হোক।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজী হননি দোকান মালিক আবুল হোসেন দুলাল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, রাজাপুরে দুটি বিদ্যালয়ের সামনের সড়কের মোড়ে থাকা দোকান দুটি সত্যিই খুবই ঝুঁকিপূর্ণ। সড়ক নির্মাণের সময় আমরা মোড় থেকে দোকানগুলো অপসারণের জন্য দোকান মালিকদের বলেছিলাম। তবে তারা তা শোনেননি।

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দোকান অপসারণের জন্য স্থানীয়দের দেওয়া অভিযোগটি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।