ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬০ রাউন্ড গুলি ও শ্যুটার গান উদ্ধার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬০ রাউন্ড গুলি ও শ্যুটার গান উদ্ধার  

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬০ রাউন্ড গুলি ও শ্যুটার গান উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের ফুলতলার একটি কাঁচা রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ৬০ রাউন্ড গুলি ও মামলার আলামতের একটি শ্যুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর শ্যামনগর থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।