ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রসুন ক্ষেতে মিলল কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
রসুন ক্ষেতে মিলল কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা 

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে রসুন ক্ষেত থেকে কদম আলী শেখ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কদম আলী শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার বাসিন্দা।

কদম আলী শেখের ছেলে আবজাল শেখ জানান, সোমবার বিকেল ৪টার দিকে তার বাবা পশ্চিম হরিণবাড়িয়া বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যান। রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন ক্ষেতে তার বাবার মরদেহ পাওয়া যায়। ওই ক্ষেতের ভেতর দিয়েই তাদের বাড়ি থেকে পশ্চিম হরিণবাড়িয়া বাজারে যাতায়াতের রাস্তা। রাস্তা থেকে ৪/৫ হাত দূরেই ক্ষেতের মধ্যে মরদেহটি পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আবজাল শেখ বলেন, আমার ছোট বোন পূর্ণির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও মামলা চলছে। সে বর্তমান আমাদের বাড়িতেই থাকে। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার বাবাকে হত্যা করে থাকতে পারে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, কদম আলী শেখের পরিবারের সদস্যরা দাবি করছেন তাকে হত্যা করা হয়েছে। তবে আমরা তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।