নড়াইল: নড়াইল সদরের পর এবার কালিয়াতে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এলাকা থেকেই ওই আসামিকে ফের গ্রেপ্তার করেছে।
ওই আসামির নাম ছাব্বির শেখ (২৫)। তিনি কালিয়া উপজেলার আলিম শেখের ছেলে। কলেজশিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি তিনি।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গত রাতে ছিনতাই হওয়া আসামিকে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
জেএইচ