ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় প্লেন চলাচলে বিঘ্ন, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ঘন কুয়াশায় প্লেন চলাচলে বিঘ্ন, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

নীলফামারী: ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ নীলফামারী। সেইসঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে।

ফলে ঢাকা থেকে কোনো প্লেন সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসেনি। বিমানবন্দরে যাত্রীরা অপেক্ষা করছেন প্লেনের জন্য।  

এদিকে মহাসড়কে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

জেলার সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রোববার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হলেও সেখানে বিরাজ করছে মাত্র ৫০ মিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হলে প্লেন চলাচল স্বাভাবিক হতে পারে।  

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, এখনো কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। দুপুরের দিকে আবহাওয়ার উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।  

এদিকে তীব্র শীতের কারণে অভাবী ও ছিন্নমূল মানুষরা কষ্ট পাচ্ছেন। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। নদী অববাহিকার লোকজন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।  

রিকশাচালক জয়নাল আবেদীন জানান, কঠিন শীত ও কুয়াশা পড়ছে, হাত-পাও ঠান্ডা হয়া যায়ছে, গাড়ি চালামো কেমন করিয়া।   

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।