ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ সীমান্তে অস্ত্রসহ ৩ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
সুনামগঞ্জ সীমান্তে অস্ত্রসহ ৩ যুবক আটক

সিলেট: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে লং রেঞ্জ শুটিং রাইফেলসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া সীমান্তে ৬০০ গজ অভ্যন্তরে মেসার্স শামীম ট্রেডার্স কয়লা পাথরের অব্যবহৃত অফিস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার টেকেরঘাটের বড়ছড়া এলাকার আবুল কালামের ছেলে রাজু আহাম্মেদ (২১), একই গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া (২৩) ও নুর মোহাম্মদের ছেলে রাসেল মিয়া (২৫)।

টেকেরঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন,পরিত্যক্ত কয়লা ডিপোর অব্যবহৃত অফিসে তিন যুবক অস্ত্র নিয়ে অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়।  

এদিকে রাত ৮টায় বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেস ব্রিফিং করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ব্রিফিংয়ে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক গাজী মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, গত ৫ ডিসেম্বর বড়ছড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নাজমুল হোসেন (২৭) অস্ত্রটি আটকদের কাছে রেখে যায়।  

তিনি আরও বলেন, অস্ত্রটি অত্র এলাকার মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি দূর পাল্লার শুটিং রাইফেল। অভিযানে টেকেরঘাট ফাঁড়ি পুলিশ সহযোগিতা করে। এছাড়া পলাতক নাজমুল হোসেনকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।