ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের অভ্যন্তরে শিংপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগরের রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় বিএসএফের কাছে জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি।

একইসঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এসের মধ্যবর্তী শূন্যলাইন থেকে আনুমানিক ১৫ গজ ভারতের সীমান্ত অভ্যন্তরে শিংপাড়ায় প্রতিপক্ষ ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ০৩/০৪ রাউন্ড ফায়ারের শব্দ শোনা যায়। প্রতি উত্তরে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের বিপরীতে সীমান্ত শূন্যলাইন থেকে  প্রায় ৫০ গজ দেশের অভ্যন্তরে মোমিনপাড়ায়  কয়েক রাউন্ড সতর্কতামূলক ফায়ার করে।

এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।