ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

শেরপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, ডিসেম্বর ৬, ২০২৪
শেরপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহম্মেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল একই উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। সে মোটরসাইকেল চালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল শাকিল। এক পর্যায়ে কেল্লাপোষী বাজারে এলে ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় শাকিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।