ঢাকা: রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার কারবারির নাম এনাম আহম্মদ (৫০)।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫৩০টি ইয়াবা ও আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তার এনাম দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল বলে এনাম স্বীকার করেছে।
তিনি আরও জানান, এনামের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, আরামবাগের জেদ্দা এক্সপ্রেস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা ও ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চলায় মতিঝিল থানার একটি দল। পরে সকাল পৌনে ১০টার দিকে সেখান থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ এনামকে গ্রেপ্তার করে করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসসি/জেএইচ