ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব: আবদুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব: আবদুল্লাহ

খুলনা: খুলনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ, ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষার প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জাতির বিবেক ও দিকনিদের্শক। ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে।  

আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের সহায়তায় প্রকৃতপক্ষে প্রাপ্য তারাই পাবেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন- দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক অনির্বাণের সম্পাদক মাহবুবা পারভীন, দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী, দৈনিক আমার একুশের সম্পাদক আতিয়ার পারভেজ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান ও মো. সোহরাব হোসেন, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম নুর, এমইউজের সিনিয়র সদস্য এম হেফজুর রহমান ও মাকসুদ আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ডুমুরিয়ার সাংবাদিক আব্দুস সালাম, বাগেরহাটের মো. মাহফুজুর রহমান খান।  

অনুষ্ঠান পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা অথচ এ পেশায় যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আজ মানবেতর জীবনযাপন করছেন। বিগত ১৬ বছর সাংবাদিকদের একটি গোষ্ঠীকে বারবার অনুদান দেওয়া হয়েছে। গণমাধ্যম রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলেও এ শক্তিকে বিগত দিনে অথর্ব করে রাখা হয়েছিল। পরিণত করা হয়েছিল রুগ্ন প্রতিষ্ঠানে। আর সাংবাদিকদের বানানো হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীতে।  

তিনি আরও বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সম্ভাব্য করণীয় সবকিছু করার চেষ্টা করা হবে। অচিরেই প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে। তিনি দেশের বিরুদ্ধে যারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

আবদুল্লাহ বলেন, জুলাই-আগস্টের বিপ্লবে দেশে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা নজিরবিহীন। এ ঐক্যকে ধরে রাখতে হবে। তাহলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা অত্যন্ত সহজ হবে। যেসব ছেলেরা রক্ত দিয়েছে তাদের জন্য আমরা কিছু করতে না পারলেও অন্তত সম্মান জানাতে কখনও কার্পণ্য করবো না। অনুষ্ঠানে জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৩ জন গণমাধ্যমকর্মীর মধ্যে আট লাখ টাকার চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।