মাদারীপুর: জেলার শিবচরের পাঁচ্চরে এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন ট্রাক ও কাভার্ডভ্যানের চালক বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোল চত্বর পার হওয়ার সময় বিপরীতমুখী দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী মালবাহী ট্রাকটি উল্টে যায় সড়কে। দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় মহাসড়কে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে গুরুতর কেউ আহত হননি। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস