ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বয়ে চলেছে পাহাড়ি হিম বাতাস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
পঞ্চগড়ে বয়ে চলেছে পাহাড়ি হিম বাতাস 

পঞ্চগড়: হিমালয়ের কোল ঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ে খানিকটা বেড়েছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘর থেকে ১২ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে।

তবে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

আবহাওয়া অফিস বলছে, গত ৯ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়। অপরদিকে দিনভর পাহাড়ি হিম বাতাস অব্যাহত থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত থাকছে খানিকটা কুয়াশা। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে ঝলমলে রোদ।

এদিকে গত শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি ও রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা কমে আসছে। এতে করে এ সময়টিতে অনুভূত হচ্ছে ঠান্ডা। আগামী কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।