ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে মিলল বাংলাদেশি বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
সিলেট সীমান্তে মিলল বাংলাদেশি বৃদ্ধের মরদেহ

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিহত আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান বলেন, তার বাবা প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য যেতেন।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও কাঠ আনতে গিয়ে আর ফিরে আসেননি। বুধবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে কাঠের বোঝা পড়েছিল।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিক পাওয়া তথ্যমতে, ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসএফ মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।