ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় আট ড্রেজার জব্দ, আটক ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
মেঘনায় আট ড্রেজার জব্দ, আটক ১৬

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজার পরিচালনায় থাকা ১৬ জনকে আটক করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের নেতৃত্বে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে।

আটকরা হলেন-জামাল হোসেন (৩৯), মো. রাসেল গাজী (২২), আজিজুল হাওলাদার (৩০), ইকবাল হাওলাদার (২০), সাইফুল ইসলাম (২৮), আল-আমিন (৪২), মো. মোতালেব (২৫), মো. মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আবদুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪০) ও নাজমুল (৩৫)।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে বেলা ১১টা থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটটি ড্রেজার বালু উত্তোলনকালে হাতেনাতে জব্দ এবং ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত ১৬জনকে আটক করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, ড্রেজার থেকে আটক ১৬ জনের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা হয়েছে। জব্দকৃত ড্রেজারগুলো চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।