ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুপ্তধন ভেবে সংরক্ষণ করা হয় গ্রেনেড! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
গুপ্তধন ভেবে সংরক্ষণ করা হয় গ্রেনেড! 

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে মাটি কাটতে গিয়ে একটি ‘ধাতব বস্তু’ পান লেবু মিয়া (২৫) নামে এক কৃষক। গুপ্তধন ভেবে বস্তুটি নিজের কাছেই সংরক্ষণ করেন তিনি।

পরে ভুল ভাঙে তার, জানতে পারেন, আসলে বস্তুটি কোনো গুপ্তধন নয়, বরং পুরোনো গ্রেনেড। এরপর পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।  

সোমবার (২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।  

লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
পাটগ্রাম থানা ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবিনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্নভাবে এটিতে আঘাত করে ভাঙার চেষ্টা করেন। অবশেষে রোববার রাতে বুঝতে পারেন যে এটি গুপ্তধন নয়, পুরোনো কোনো গ্রেনেড হবে। তখন বিষয়টি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবিনগর ক্যাম্পের কর্মকর্তাদের জানান তিনি। বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান পরে পুলিশে খবর দিলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুঠোয় রাখা সম্ভব। এটি নিস্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।