ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা তালিকায়, তাদের চিহ্নিত করার দায়িত্ব সবার: উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
যুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা তালিকায়, তাদের চিহ্নিত করার দায়িত্ব সবার: উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া: যুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা তালিকায় আছেন, তাদের চিহ্নিত করার দায়িত্ব সবার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক।

তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

তাদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।

জাতির মধ্যে প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবেই দেশ সংস্কার থেকে নির্বাচন- সবটাই সম্পন্ন করা হবে। এটাই এ সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। কাউকে বিচ্ছিন্ন রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সিদ্ধান্তগুলো নেওয়া হবে, যোগ করেন উপদেষ্টা।  

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এসব কথা বলেন তিনি।  

এসময় তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে, তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের ব্যবস্থা করবে সরকার।  

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ শাহরিয়ার মুক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।