বেনাপোল (যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের ৬৩ সদস্যকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।
এসময় তিনি জানান, শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ৬৩ জন ইসকন সদস্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনা করে তাদের ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোলে আসা ইসকন সদস্যরা জানান, তারা তাদের ধর্মীয় আচার পালনের জন্য ভারত যেতে চাচ্ছেন। কিন্তু বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এসআই