ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্ররা আমাদের প্রেরণার উৎস: আবু জাফর চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ছাত্ররা আমাদের প্রেরণার উৎস: আবু জাফর চৌধুরী

মাদারীপুর: শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বলেন, ছাত্ররা আমাদের প্রেরণার উৎস। ছাত্ররা আমাদের শক্তি।

ছাত্রদের যে শক্তি, তাদের যে প্রজ্ঞা এবং আদর্শ তা পরবর্তী প্রজন্মকে পথ দেখিয়ে নিয়ে যায়।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ছাত্রদল আয়োজিত 'ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক' আলোচনা ও ছাত্রসমাবেশে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা ওইসব সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যারা আমাদের নতুন স্বাধীনতা দিয়ে গেছেন। যে সব ছাত্র-জনতা নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, যাতে করে আমাদের কারো গোলামি আর না করতে হয়। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন।

আবু জাফর চৌধুরী বলেন, আজকে আমরা মুক্ত বাতাসে অনেক লোক নিয়ে কথা বলতে পারছি। আমাদের এই ক্ষেত্র তৈরি করে দিয়েছে ছাত্র-জনতা। নিজের জীবন উৎসর্গ করে। বিগত ১৭ বছর আমরা কোনো মিটিং করতে পারিনি, মিছিল করতে পারিনি। সেটা একটা ভিন্ন জগৎ ছিল, যেখানে এক নায়কতন্ত্র চলছিল। যেখানে একজনের কথায়, ইচ্ছায় সব কিছু পরিচালিত হতো। আজকে তারা দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস সম্মানের এবং আদর্শের ইতিহাস। আমি চাইবো, ছাত্ররা যেন তাদের নীতি, ঐতিহ্য ও আদর্শ ধরে রাখে। কেননা, ছাত্রদের হাত ধরেই ১৯৫২ সালে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। ১৯৬৮ সালের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পটভূমিসহ সবকিছুর মূলে ছিল ছাত্ররা।

তিনি বলেন, ছাত্রদের অবদান অবশ্যই স্মরণীয় ও সম্মানীয়। কারণ ছাত্ররাই সব কিছু করতে পারে তাদের তারুণ্য দিয়ে।

এসময় অন্যদের মধ্যে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।