ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার ৫ দিন পর মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
নিখোঁজ হওয়ার ৫ দিন পর মিলল শিশুর মরদেহ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর লাবণ্য আকতার (৫) নামে একটি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে লাবণ্য স্থানীয় সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। শিশুটি গত ২৩ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের আখক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বেলাল ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে মরদেহটি তার মেয়ে লাবণ্যর বলে শনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন।  

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কেন শিশুটিকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।