ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পর্যটকবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
পর্যটকবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাইমে মারমা নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

 

শুক্রবার  (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার  ডাকবাংলা পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে আসা একটি পর্যটকবাহী বাস ও বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটের যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা কলেজছাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

নিহত কলেজছাত্রী পাইমে মারমা বান্দরবান জেলা সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে পড়তেন জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।