ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাকচাপায় হেলেনা আক্তার (২৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলেনা আক্তার সিলেটের কোম্পানীগঞ্জ থানার লামার পাড়কুল এলাকার আ. রহমানের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় শফিক সরকারের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন হেলেনা আক্তার। তিনি স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরি করতেন। কারখানা থেকে বাসায় ফেরার পথে এমসি বাজার এলাকায় পৌঁছালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুত গতির একটি  ট্রাক তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হেলেনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।