ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিজের ওপর ২০ দোকান, মাসে ৬২ হাজার টাকা ইজারাদারের পকেটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ব্রিজের ওপর ২০ দোকান, মাসে ৬২ হাজার টাকা ইজারাদারের পকেটে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে সরকারি একটি ব্রিজের দুপাশ দখল করে প্রায় ২০টি দোকান বসানো হয়েছে। এতে ব্রিজের ওপর দিয়ে যানবাহনসহ জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।

সৃষ্টি হয় যানজট।  

অভিযোগ রয়েছে, ব্রিজের ওপর দোকান বসিয়ে ভাড়া (খাজনা) তুলছে বাজার ইজারাদার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নির্মাণকৃত এ ব্রিজ দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে দখল হয়ে আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ক্ষোভ বিরাজ করছে চলাচলকারীদের মাঝে।

নাম না প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, মান্দারী বাজারের সবগুলো গলিতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এরই মধ্যে ব্রিজের দুপাশ দখল করে দোকান বসানো হয়েছে। ফলে যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।

ব্রিজের ওপর থাকা দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর মান্দারী বাজারের ইজারা নিয়েছে বাজার কমিটি। প্রতি হাটবারে বাজার ইজারাদার প্রতি দোকান বাবদ ২০০ টাকা এবং অন্যান্য দিনে ৭০ টাকা করে খাজনা আদায় করে। সে হিসাবে প্রতিমাসে একটি দোকান থেকে ইজারাদার আদায় করে ৩১৪০ টাকা। আর ব্রিজের ওপর থাকা ২০টি দোকান থেকে আদায় করছে ৬২ হাজার ২০০ টাকা। সে হিসাবে সরকারি ব্রিজ ভাড়া দিয়ে বছরে সাড়ে ৭ লাখ টাকার বেশি আদায় করা হচ্ছে।

নাম না প্রকাশে একজন ব্যবসায়ী বলেন, দীর্ঘ সময় ধরে ব্রিজের ওপর বসে ব্যবসা করছি। ইজারাদারকে হাটবারে ২০০ টাকা ও অন্যান্য দিন ৭০ টাকা করে দিতে হয়।

মান্দারী বাজার কমিটির সভাপতি ও ইজারাদার আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন সাজুর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা (অ: দা:) অভি দাশ বলেন, ব্রিজের ওপর যারা ব্যবসা প্রতিষ্ঠান বসিয়েছেন, মানবিক কারণে তাদের সরানো যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।